অনলাইন ডেস্ক
পতেঙ্গা ব্লাড ব্যাংকের উদ্যোগে পতেঙ্গা কাটগড় মোড়ে তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসুচী নেওয়া হয়।
১ মে (বুধবার )বিকেল ৪ টায় কাটগড় মোড়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাজনীতিবিদ ও সমাজ সেবক,পতেঙ্গা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মো. ওয়াহিদ হাসান।
পতেঙ্গা ব্লাড ব্যাংকের শরবত বিতরণ কর্মসূচি কাটগড় মোড়ের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়সহ পতেঙ্গা এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ কর্মসূচি অব্যাহত ছিলো।
শরবত বিতরণকালে উপস্থিত ছিলেন, পতেঙ্গা ব্লাড ব্যাংকের সদস্য কাউসার,ইমরান, নোমান আরফাত, জালাল , শাফিন
মিহার , ইফাত, মাহিম , দিদার, সাকিব,শুভ প্রমুখ।
উদ্বোধনকালে ওয়াহিদ হাসান বলেন,পতেঙ্গা ব্লাড ব্যাংক বিভিন্ন সময় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে মধ্যে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ কর্মসূচি সত্যিই প্রশংসার দাবিদার।
Leave a Reply