আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রামে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের রোডমার্চ ৫ অক্টোবর


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মসূচি ‘তারুণ্যের রোডমার্চ’ ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সম্প্রতি নগরীর একটি অভিজাত রেস্টুেরেন্টে এ কর্মসূচির বিষয়ে মতবিনিময় সভা করেছে জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংগঠনের যুগ্ম আহবায়ক এডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া।

আরও পড়ুন নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপি

প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল গফুর খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন তালুকদার, সেকান্দর সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জিয়া মঞ্চ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার, উপজেলা ও পৌরসভা সমূহের কমিটি গঠন, সংগঠনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ৫ অক্টোবর চট্টগ্রামে তারুণ্যের রোড মার্চ সফল করার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর