আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়


অনলাইন ডেস্কঃ একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ দল। তিন ওডিআই সিরিজে টাইগাররা শেষ ম্যাচে জিতলেও ২-১ ব্যবধানে জয়ী হয়েছেন স্বাগতিকরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের তানজিম সাকিব।

স্মরণীয় এ জয়ে কৃতিত্ব প্রায় পুরোটাই বাংলাদেশের বোলারদের। এ ম্যাচে কিউইরা পুরো দল মিলে ১০০ রানও তুলতে পারেনি। যা বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সর্বনিম্ন এবং ২০০৭ সালের পর সর্বনিম্ন সংগ্রহ।

এর মাধ্যমে ২০তম ওয়ান ডেতে এসে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

আরও পড়ুন বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নেপিয়ারের ম্যাকলিন পার্কে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিজেদের করে নেয় টাইগাররা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়াং। তিনটি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।

এরপর এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৯৮ (৩১.৪ ওভার) (ইয়াং ২৬, ল্যাথাম ২১, ক্লার্কসন ১৬, অশোক ১০; তানজিম ৩/১৪, সৌম্য ৩/১৮, শরীফুল ৩/২২, মোস্তাফিজ ১/৩৬)

বাংলাদেশ: ৯৯/১ (১৫.১ ওভার) (নাজমুল ৫১*, এনামুল ৩৭, সৌম্য ৪ আহত*, লিটন ১*; ও’রুরক ১/৩৩)

ফলাফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তানজিম হাসান সাকিব।

সিরিজ: নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর