আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কুতুবজোমে অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় কৃষকদের সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

মহেশখালীর কুতুবজোমে কৃষকদের সহায়তা দিলো অস্ট্রেলিয়ান এইড


সরওয়ার কামাল, মহেশখালীঃ উপজেলার কুতুবজোমে অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় কৃষকদের সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক আয়োজিত ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রজেক্ট, কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় অনুষ্ঠিত একটি সভায় কৃষকদের এ সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন মহেশখালীর শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে হেলথ অ্যান্ড জেন্ডার নলেজ ক্যাম্প অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমা। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার মো. নাসিরুল আলম, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, কুতুবজোমের স্বাস্থ্য সহকারী ফখরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব রসিদ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে কুতুবজোম ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর