আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চন্দনাইশ উপজেলায় চেয়ারম্যান পদের জন্য ৬ হেভিওয়েট প্রার্থী


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলায় ভোটের মাঠে চেয়ারম্যান পদের জন্য লড়াইতে নামতে চাইছেন ছয়জন হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে চারজনের ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের। বাকি দুজনও একই ঘরানার বলে দাবি করছেন স্থানীয়রা। অর্থাৎ মনোনয়ন বাতিল না হলে এবার চন্দনাইশে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগের নিজ দুর্গে।

ইতোমধ্যে চেয়ারম্যান পদের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য পদত্যাগ করা সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হেনা ফারুকী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ, জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকির (আমিরী) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ জনসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আরও পড়ুন চন্দনাইশে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

ইসির তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে আগামী ২৯ মে উপজেলাটিতে ভোট হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ১৩ মে বরাদ্দ দেওয়া হবে প্রতীক। এ উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৯১ হাজার ৬৩০ জন। ৬৮টি ভোট কেন্দ্রের ৪৪১টি ভোট কক্ষে ভোট গৃহীত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, অধ্যাপক একরামুল হোসেন, রূপম দেব মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরী। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান (রেনু) মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর