আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনের শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৩

ফিলিস্তিনের শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই শিশু। জাতিসংঘের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরেও হামলার ঘটনা ঘটল। গতকাল শনিবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল, এতে একজন নিহত হওয়ার খবর মিলেছেনুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযান চালায়। এক বিবৃতিতে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, ওই অভিযানে ১৩ ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

অবরুদ্ধ পশ্চিমতীরে ৩০ লাখ ফিলিস্তিনি বাস করে। গত ৫০ বছরে সেখানে অসংখ্য অবৈধ বসতি তৈরি করেছে ইসরায়েল। এখন সেখানে ৭ লাখ ইহুতি বাস করে। যদিও ইহুদি একে অবৈধ বসতি বলতে নারাজ। জাতিসংঘের সংস্থাটি জানায়, চলতি বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ৭ অক্টোবরে হামাসের হামলার পরই হত্যা করা হয়েছে ৮২ জনকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর