চট্টগ্রাম

কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও শাহপারওয়াল ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা

মো: ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক সভা গত শুক্রবার (১৭ ফ্রেবুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২ট পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, খৎনা ক্যাম্প, ডায়াবেটিস পরিক্ষা, প্রেসার পরিমাপসহ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ১০ টা থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া ও মেধা তালিকায় অবস্থানকারীদের মাঝে পুরষ্কার বিতরণী করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান শামশীসহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দরা।

কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা

সভার তৃতীয় পর্ব থেকে অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ ছালাম এর সভাপতিত্বে কুরআন সুন্নাহ’র আলোচনা পেশ করেন ড. মাওলানা বি এম মফিজুর রহমান আল আযহারি, মাওলানা ইউছুপ বিন নুরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, মাওলানা আবদুল লতিফ প্রমুখ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হামিদ আনচারী, মাওলানা নুরুল আলম ফারুকীসহ অনেকে।

শুক্রবার উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ শাহপারওয়াল মুহাম্মাদীয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ ছৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে কুরআন হাদিসের আলোচনা পেশ করেন মাওলানা শওকত হাসান আল কাদেরি, মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল ওয়াহেদ কুতুবী।

শাহপারওয়াল ইবতেদায়ী মাদ্রাসা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী,শামসুল ইসলাম, প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন ফয়সাল,দেলোয়ার হোসেন প্রমুখ।


Related posts

চট্টগ্রামে সরকারী উন্নয়ন কর্মকাণ্ডে মানুষ উচ্ছ্বসিত: তথ্যমন্ত্রী

Chatgarsangbad.net

কর্ণফুলীতে নিরাপদ খাদ্য ব‍্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

বোয়ালখালীতে এক যুবকের মরদেহ উদ্ধার

Chatgarsangbad.net

Leave a Comment