আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দেশপ্রিয় যতীন্দ্র মোহনের জন্মবার্ষিকী পালন


স্টাফ রিপোর্টারঃ

কলকাতার সাবেক মেয়র, বৈষম্যহীন সমাজের স্বপ্নদ্রষ্টা, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, নন্দিত বিপ্লবী, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর বিশ্ববিখ্যাত আইনজীবি ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২২ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার চন্দনাইশে বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ও দেশপ্রিয় খেলাঘর আসরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রভাত ফেরী, গ্রেভইয়ার্ডে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ইত্যাদি। এছাড়াও বরমায় দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র শ্মশানে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়, বরমা প্রেসক্লাব, এলাকাবাসী, পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পস্তবক অর্পন করে।

অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে্রট মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও দেশপ্রিয় খেলাঘর আসরের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা, দেশপ্রিয় খেলাঘর আসরের সহ সভাপতি সুবল কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক শ্রীকান্ত বৈদ্য, জ্যেষ্ঠ শিক্ষক সমীরণ কুমার দত্ত, গোপাল বিশ্বাস, কাঞ্চন চক্রবর্তী, মো. নুরুল হোসেন, হালিমা বেগম, শিউলি দাশ, শর্বরী দে, আমিনুল ইসলাম, শিক্ষক পম্পী দাশ, সাইফুল ইসলাম, কালীচরন রায়, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান, জুয়েল শীল, উত্তম কুমার বড়ুয়া, দেশপ্রিয়ের ভাইপো, দৌহিত্র লিটন সেনগুপ্ত বাবু, অপু কুমার দেব, টিটন দাশ, সৈয়দ হাসান, ওয়াসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ছিলেন সত্যিকার অর্থে সমাজহিতৈষী ও কর্মবীর। তাঁদের মত গুণী মানুষের জীবনাদর্শ অনুসরন ও অনুকরণ করা উচিত। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশপ্রিয়ের জীবনী পড়তে বা জানতে হবে।
বক্তারা বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণ পাঠ্যবইতে দেশপ্রিয়ের জীবনী লিপিবদ্ধ বা পাঠ্যভুক্ত করণ, আন্দরকিল্লা-লালদীঘি জে এম সেন এভেনিউ পুনপ্রকাশ, দেশপ্রিয়ের নামে চট্টগ্রামে একটি সড়ক নাম করণ, বরমায় সেন পরিবারের প্রতিষ্ঠিত বিনোদিনী বালিকা বিদ্যালয় পুনপ্রতিষ্ঠা, সেনবাড়ি যাদুঘর স্থাপন ইত্যাদির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর