আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্ভোধন


 

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দক্ষ নারী উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

এউপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়টির হল রুমে দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক মাহমুদা বেগম।

উদ্ভোধক ছিলেন দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আলী আজম খান।

শিক্ষক আশীষ কুমার চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষানুরাগী সদস্য উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মো. লোকমান হাকিম, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসের, প্রচার সম্পাদক আহসানউল্লাহ বিভন, ব্যাংকার কামাল হোসেন জনি, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ডা. আব্দুর রহমান, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম খান, এমএ হামিদ, জাফর মাষ্টার, সাবেক অভিভাবক সদস্য আমির হোসেন, আ.লীগ নেতা ছাবের আহমদ, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম, শিক্ষক রেহানা বেগম, সুভাষ কান্তি ধর, টিংকুরানী ভট্টাচার্য, গুলশান আরা বেগম, জাহিদুন্নিছা বেগম, সোমা মুখার্জী, আছাদুল হক, মফিজুল ইসলাম, হাফিজা বেগম, রনজিত সরকার, জান্নাতুল ফেরদৌস, মল্লিকা বাগচী, আবুল কালাম, আব্দুল করিম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি (কঃ) ট্রাস্ট মানব সেবার জন্য যে কাজ করে যাচ্ছে তা অনুকরণীয়। ট্রাস্টের মানব-কল্যাণ মুখী যে বিশাল কর্মকাণ্ড সেটা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যদি স্কুল থেকেই কারিগরি শিক্ষা পায় তবে নিজেদেরকে স্বাবলম্বি করার একটি অবলম্বন পাবে।

দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শাহানশাহ হযরত জিয়াউল হক ট্রাস্টের উদ্যোগে ইতিপূর্বে ৯২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। শতাধিক দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদানের পাশাপাশি আড়াই হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান পূর্বক সনদ প্রদান করা হয়েছে।

  • তিনি আরো বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে লাগাতে কারিগরি প্রশিক্ষণ অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা ও শ্রমবাজারে ব্যাপক অংশগ্রহণ করতে পারলে নারীর উন্নয়ন সম্ভব হবে। আর এ কাজে বিশেষ অবদান রেখে চলছে শাহানশাহ্‌ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর