আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হাটহাজারী উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দুর্নীতির অভিযোগ


মো: শোয়াইব,হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৬১টি কেন্দ্রের জন্য ৫৩ হাজার ৯৯৬টি ক্যাপসুল বরাদ্দ আসলেও ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৫৩ হাজার ৪৬ জন শিশুকে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫০টি কম। এছাড়া এ ক্যাম্পেইনের প্রত্যেক স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকদের জন্য আসা সম্মানী ভাতা থেকেও ৪৮২ টাকা করে গায়েব করা হয়েছে।

অভিযোগ উঠেছে, বর্তমানে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক পদে কেউ কর্মরত নেই। এই দায়িত্ব পালন করছেন অফিস সহকারি (কম্পিউটার অপারেটর)।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশগ্রহনকারীদের জন্য ভাতা কত এসেছিলো তা কোনো অংশগ্রহণকারীকেই জানানো হয়নি। ক্যাম্পেইন সমাপ্ত হওয়ার পর তাঁদের প্রাপ্য বুঝিয়ে দেয়া হয়েছে ঠিকই তবে নির্ধারিত (কেবল আপ্যায়ণ থেকে) ভ্যাট কর্তনের পর ৪ হাজার ৭৮২ টাকা দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রত্যেকে প্রাপ্য ভাতা থেকে ৪৮২ টাকা কম পেয়েছেন।

দুর্নীতির বিষয়টি জানতে পেরে পৌরসভা ও উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপালনকারীদের অনেকে ক্ষেপে গিয়ে এ বিষয়ে ভাতা বন্টনকারী অফিস সহকারি এবং কম্পিউটার অপারেটর শৈবাল সেনের সাথে কথা বলতে অনুরোধ করেন। তার কাছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলী প্ল্যানিং অফিসার (ইউএইচএন্ডএফপিও) জানেন বলে এড়িয়ে যান।

এসব অভিযোগের বিষয়ে আলাপকালে ইউএইচএন্ডএফপিও রশ্মি চাকমা চাটগাঁর সংবাদকে বলেন, ‘ক্যাম্পেইন বাবদ যে বরাদ্দ এসেছিলো সেটা থেকে ভ্যাট, আইটি ও অডিটের টাকা কর্তন করে বাকিটা দেয়া হয়েছে।’

কিন্তু এ ক্যাম্পেইনে কেবল আপ্যায়ন বাবদ ৫ শতাংশ কর্তনের নিয়ম ছিলো, তবে এত বেশি টাকা কেন কেটে রাখা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যেকের জন্য যেটুকু বরাদ্দ এসেছিলো তাই দেয়া হয়েছে। আপনার যা খুশি তা লিখে দেন।’

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর আওতায় ২০ ফেব্রæয়ারি চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ৮ লাখ ৪ হাজার ৫৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর