আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আল হেলাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হেলাল উদ্দিন সিআইপি নির্বাচিত


অনলাইন ডেস্কঃ শিল্পখাতে বিনিয়োগ করে দেশে ব্যবসা-বাণিজ্য জগতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) নির্বাচিত হয়েছেন আল হেলাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) আজমান শাখার সাধারণ সম্পাদক ও সাফাফিয়া গার্মেন্টস, অস্টিন গার্মেন্টস এর ব্যবস্থাপক।

আরও পড়ুন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিআইপি নির্বাচিত

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২৩ সালের জন্য বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানো, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক এই তিন ক্যাটাগরিতে ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করা হয়।

সিআইপি হেলাল উদ্দিন সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা গ্রামের মৃত ছিদ্দীক আহমেদ ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর