অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ছাপিয়ে আর্জেন্টিনার ক্লাব ‘ক্লাব দির্পোতিবো বাংলাদেশ-আর্জেন্টিনার’ বাংলাদেশী এজেন্ট হলেন চট্টগ্রামের সন্তান ইয়াসিন আল আহাদ। সে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ‘বিজিসি ট্রাস্ট
ইউনিভার্সিটি বাংলাদেশ’ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যায়নরত। তার পিতার নাম আলহাজ্ব মো. শাহাব উদ্দীন, তিনি একজন
সফল ব্যবসায়ী এবং মাতার নাম আয়েশা আক্তার রোজী, তিনি একজন গৃহিণী।
২ ভাই, ১ বোনের মধ্যে আহাদ বড়।
ফুটবল বিশ্বকাপ-২০২২ এর পর উন্মোচিত এবং আলোচিত হয় ক্লাব দির্পোতিবো। ফুটবল বিশ্বকাপের মাধ্যমে বাংলাদেশি মানুষদের ফুটবল উন্মাদনা এবং ভালোবাসার জানান পায় আর্জেন্টিনা। সে দেশেরই একটি ক্লাবের অফিসিয়াল মেম্বার এবং বাংলাদেশের প্রথম সর্বকনিষ্ঠ এজেন্ট হলেন আহাদ।
বাংলাদেশি সর্বকনিষ্ঠ এজেন্ট আহাদ তার অনুভূতিতে বলেন, ‘ছোটবেলা থেকে ফুটবল এবং আর্জেন্টিনার খেলা দেখে বড় হয়েছি, এখন সে দেশেরই একটি ক্লাবের অফিসিয়াল মেম্বার এবং বাংলাদেশি এজেন্ট হয়ে কাজ করা অনেক গর্বের। এই প্রাপ্তি আমার একার না, পুরো বাংলাদেশের মানুষের। আশা করছি এই কাজের মাধ্যমে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এক অন্য উচ্চতায় তুলে ধরবো।’
Leave a Reply