আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কক্সবাজারের হোটেলে আ. লীগ নেতা খুন: হত্যামামলায় আটক ১


চাটগাঁর সংবাদ ডেস্কঃ কক্সবাজারে হোটেল কক্ষে আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিন খুন হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি পরিবহণ নামে একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার হাসেম মাঝির ছেলে।

এর আগে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত আশরাফুল ইসলামকে শনাক্ত করা হয়। এর পরপরই তার সন্ধানে একাধিক স্থানে অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান— হত্যায় জড়িত সন্দেহে আশরাফুলকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছিল। রাতে টেকনাফ থেকে উখিয়া যাওয়ার পথে পালকি পরিবহণ (মিনি বাস) থেকে তাকে আটক করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আশরাফুল।

এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের আবাসিক হোটেল সানমুনের ২য় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে সাইফুদ্দিন নামে (৩০) এক আওয়ামী লীগ নেতার দু হাত বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনাপাড়ার আনসার কমান্ডার আবুল বশরের পুত্র।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর