Hom Sliderচট্টগ্রাম

দোহাজারীতে সাঙ্গু নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় সাঙ্গু নদীর তীর থেকে অবৈধভাবে স্কেভেটর দিয়ে বালু উত্তোলনের অপরাধে মো. মিন্টু (৩৮) নামে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ জরিমানা করেন। এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় সাঙ্গু নদীর তীর থেকে স্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সেখানে অভিযান চালানো হয়।

পরে সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এ দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড দেওয়া হয়।” এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


Related posts

চন্দনাইশে জাতীয় সমবায় দিবস পালিত

Chatgarsangbad.net

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত রিয়াজ মোর্শেদ

Chatgarsangbad.net

বাকলিয়া এক্সেস রোডে আল আল-বারাক ট্যুরিজম উদ্বোধন

Saddam Hossain

Leave a Comment