চন্দনাইশ প্রতিনিধি
“সমবায় গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে ধারন করে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস ২০২৩।
এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সামশুদ্দিন ভুঁইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর ( ইউআরসি) আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ। পরে শ্রেষ্ট সমবায় সংগঠনের মাঝে পুরষ্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
Leave a Reply