আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত রিয়াজ মোর্শেদ


মোঃ শোয়াইব,হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজ মোর্শেদ। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যদের সম্মিলিত সমর্থনে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার। এছাড়া সোমবার নির্বাচনে পাঁচজন সাধারণ অভিভাবক ও একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মো. রিয়াজ মোর্শেদ বলেন, সভাপতি হিসেবে প্রথম কাজ হবে বিদ্যালয়ের এরিয়া ইভটিজার, মাদকাসক্তমুক্ত করা, লেখাপড়ার মান ও অবকাঠামো উন্নয়ন করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর