আহসান উদ্দীন পারভেজ: নগরীর চট্টগ্রাম বাকলিয়া জানে আলম দোভাষ সড়ক এক্সেস রোড সাদাফ টাওয়ার দ্বিতীয় তলায় (আল বারাক ট্যুরিজম এজেন্সির) দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল আল-বারাক ট্যুরিজম উদ্বোধন করেন বায়তুশ শরফ এর পীর সাহেব আল্লামা আব্দুল হাই নদবী (ম.দ.আ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আবু তাহের, বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সাব্বির আহমদ, হাফেজ মোহাম্মদ ইদ্রিস সিআইপি, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন খতিবজাদা, মাওলানা ফজলুল হক খতিবী, বিশিষ্ট ব্যবসায়ী রফিক, কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মুজিবুর রহমান মেম্বার, রিদওয়ানুল হক রিদু, আবু তাহের, দেবাল বড়ুয়া, সাংবাদিক সাদ্দাম হোসেন জয়, মোজাম্মেল হক, ওমর ফারুক, জাবেদ নজরুল ইসলাম প্রমূখ।
আল বারাক ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সি ইউ মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব বলেন, আল বারাকা ট্যুরিজম শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালবাসায় ভ্রমণকারী ও বিদেশগামী যাত্রীদের জন্য সহজ, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ বুকিং, এয়ার টিকেট বুকিং, ভিসা প্রসেসিং সহ নানা সেবা চালু হবে অতি শীঘ্রই।
Leave a Reply