ছিনতাইকারী ধরতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় ছিনতাইকারী ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে এ ধরনের একটি অভিযানে একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলার তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো আপেল মাহমুদ এর নেতৃত্বে কক্সবাজার সুগন্ধা বীচে পরিচালিত এ বিশেষ অভিযানে চিহ্নিত ছিনতাইকারি মো. হাসান (১৯), মো. ইয়াছিন আরাফাত (২১) এবং মো. ইউসুফকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

ইতোমধ্যে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ জানায়, ‘কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পর্যটকদের যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে এই মুঠোফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৩২০-১৫৯০৮৭, ০১৩২০-১৬০০০০।


Related posts

চলছে বইমেলার প্রস্তুতি, ফেব্রুয়ারির প্রথম দিন শুরু

Chatgarsangbad.net

কবে হবে রাষ্ট্রের অঙ্গ তৃতীয় লিঙ্গ

Chatgarsangbad.net

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Chatgarsangbad.net

Leave a Comment