আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ইদ্রিস আলীর সাইবার ট্রাইব্যুনাল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


অনলাইন ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালের মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্ট এবং গণ অধিকার চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস, মুক্তিযুদ্ধ গবেষক জামসেদ উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মহসিন কাজী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার, সাংবাদিক এম জসিম উদ্দিন, রিয়াজ হায়দার চৌধুরী, খুলনা চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, মানবাধিকার সংগঠন আইএইচআরসির সভাপতি এম এ হাশেম রাজু, মো. মোরশেদ আলম, পরিবেশবিদ মো. ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

মানববন্ধনে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করছেন। তার এসব অপকর্মে বাঁধা দেওয়ায় এবং প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

এসময় লিখিত সংবাদ বিবৃতিতে প্রফেসর নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে ৭টি অভিযোগ উত্থাপন করা হয়।

অভিযোগগুলির মধ্যে রয়েছে- ২০২১ সালের এইচএসসি পরীক্ষা এবং ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নিজ ক্ষমতাবলে তার সন্তানসহ কয়েকজনের ফলাফল নির্ধারণে বোর্ডের অন্যান্য অসাধু কমকর্তার সহযোগীতায় দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্রফেসর নারায়ন চন্দ্র নাথ। কেবল তাই নয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছেন তিনি।

এতে আরো উল্লেখ করা হয়, ২০২১ সালের এসব অভিাযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের তদন্তে দুর্নীতি প্রমানিত হলেও অভিযুক্তের কোনো শাস্তি হয়নি।

উপরন্তু লাগামহীন এ দুর্নীতির প্রতিবাদ নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দিয়ে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ইদ্রিস আলী ও শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল আলীম এবং তার স্ত্রী।

মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা বলছেন, ‘এ ঘটনা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অপমান ও লজ্জার। একজন সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের হীন কাজ তিনি করতে পারেন না। আমরা এর যথাযথ শাস্তি দাবি করছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর