আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আবহাওয়া পূর্বাভাস

চট্টগ্রামে ৯৭ মিলিমিটার বৃষ্টি


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে আরো কয়েকদিন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরমধ্যে চট্টগ্রাম জেলাতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
করেছে আবহাওয়া অফিস। কুতুবদিয়াতে ৮১, হাতিয়াতে ৭৬, সীতাকুন্ডে ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটে ২৬ এবং ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আরও পড়ুন দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৪টি বিভাগ ও ১১টি জেলায় মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। সেগুলো হলো- রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং জেলাগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী, ও কুমিল্লা। তবে আগামি কয়েকদিনে তাপপ্রবাহ খানিকটা প্রশমিত হতে পারে।

গত ২৪ ঘন্টায় সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো ফেনী ও রাজারহাটে। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর