মো.ইকবাল হোসেন, সাতকানিয়াঃ বিশেষ অভিযানে দেশীয় তৈরী একটি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ এক জনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুুপুরে উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে মো. সাজ্জাদ হোসেন শিবলু (২৬) কে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিবলু কালিয়াইশ ৩ নম্বর ওয়ার্ডের রমজুর বাপের বাড়ির মৃত আলী হোসেনের ছেলে।
আরও পড়ুন সাতকানিয়ায় সহিংসতা: বিভিন্ন স্থানে গ্রেপ্তার ৮
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির দেখানো মতে তার বসত ঘরের সামনে পরিত্যক্ত গোয়াল ঘর হইতে দেশীয় তৈরী ১টি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।’
তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারকৃতকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।’
Leave a Reply