আজ ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কে হচ্ছেন বোয়ালখালী উপজেলার কাণ্ডারী?


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালীঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে ভোট হবে বোয়ালখালীতে। এজন্য ব্যস্ত সময় পার করছেন এ উপজেলার পদ প্রত্যাশীরা। বর্তমানে স্থানীয় চায়ের দোকান, মুদিদোকান, হাটবাজারে এ বিষয়ে আলোচনার শেষ নেই। সবার মুখে এক প্রশ্ন? ভবিষ্যতে কে হচ্ছেন এ উপজেলার কাণ্ডারী?

প্রার্থীদের প্রচার প্রচারণায় ভোটের মাঠ এখন সরগরম। হাটে-মাঠে-ঘাটে শুধু ভোটের হিসাব নিকাশ ও প্রার্থীদের ভাল-মন্দ বিচার বিশ্লেষণ নিয়ে ব্যস্ত ভোটাররা। এ নিয়ে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এবারের নির্বাচনে ত্রিমুখী ভোট যুদ্ধ হবে আবার কেউ মনে করছেন দ্বিমুখী হওয়ার সম্ভাবনা বেশী। অনেকে বলছেন, এবার ক্ষমতায় নতুন মুখ আসার সম্ভাবনাও রয়েছে।

সরজমিনে দেখা গেছে, প্রার্থীরা সকাল থেকে রাত অবধি গ্রামে গ্রামে ঘুরে গণসংযোগ করছেন। প্রতিদিন চলছে তাদের উঠান বৈঠক। ভোট পাওয়ার আশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। প্রার্থীরা অঙ্গীকার করছেন, উপজেলার উন্নয়ন অব্যাহত রাখবেন, ভোটারদের আকৃষ্ট করতে নতুন প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে।

পুরো উপজেলা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত তারস্বরে বাজছে মাইক, চলছে প্রচারণা।

আরও পড়ুন বোয়ালখালী উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন যারা

ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, অনেকে পুরাতন প্রার্থীতে আস্থা রাখছেন। আবার কেউ বলছেন অতীতে ভোট দিয়ে দেখেছি, আর নয় পুরাতন, এবার নতুন মুখ আসা দরকার।অধিকাংশের মতে, এবারের নির্বাচনে সৎ নিষ্ঠাবান যে গরীবের দুঃখ-কষ্ট বুঝবে সেই প্রার্থীকেই ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করা হবে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের রেজাউল করিম রাজা; হেলিকপ্টার প্রতীক নিয়ে জাহিদুল ইসলাম, আনারস প্রতীক নিয়ে মো. শফিউল ইসলাম, কাপ-পিনিস প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, টেলিফোন মার্কায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ঘোড়া প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রয়েছেন ৫ জন। তাদের মধ্যে তালাচাবি মার্কার মো. সেলিম উদ্দিন, চশমা প্রতীকের রিদোয়ানুল হক টিপু, উড়োজাহাজ মার্কায় সজল চৌধুরী, টিয়া পাখি প্রতীক শফিকুল ইসলামের এবং টিউবওয়েল প্রতিক নিয়ে মীর নওশাদ।

মহিলা ভাইসচেয়াম্যান পদপ্রার্থী ৩ জনের মধ্যে মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরার প্রতীক প্রজাপতি, কলসি মার্কায় দক্ষিণ জেলা মহিলা তথ্য ও প্রযুক্তি লীগের সভাপতি মর্জিনা বেগম এবং ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন মোছাম্মৎ উম্মে সালমা।

উল্লেখ্য, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা। ভোটার সংখ্যা রয়েছে নারী পুরুষ মিলে ২ লাখ ৭০ হাজার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর