আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসি ও ইউএসএইড এর মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত

আইআইইউসির সাথে ইউএসএইডের সমঝোতা স্মারক সাক্ষরিত


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে ও ইউএসএইড এর মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে বাংলাদেশের লজিস্টিক সেক্টরের ট্রেড এক্টিভিটি বাড়ানোর জন্য সাপ্লাই চেইন ম্যানেজম্যান্টের পাঠদানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে আইআইইউসির পক্ষে সাক্ষর করেছেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ ও ইএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশের পক্ষে সাক্ষর করেছেন চিফ অব পার্টি জুলি লিফ।

আরও পড়ুন আইআইইউসি এ ‘মহান স্বাধীনতা দিবস পালিত

এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, ইউএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশের টিম লিডার মোহাম্মদ হায়দার জাহান খান, আইআইইউসি ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, একাউন্টস এন্ড ফিনেন্স ডিভিশনের ডিরেক্টর প্রফেসর আফজাল আহমেদ, ট্রান্সপোর্ট ম্যানেজম্যান্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন সহ শিক্ষক-কর্মকর্তা বৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর