আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিআইবির আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু


রাজীব আচার্য্য:

পটিয়ায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র সাংবাদিকতায় “বুনিয়াদি” ও “অনুসন্ধানী” শীর্ষক ৩দিন ব্যাপী পৃথক দু’টি প্রশিক্ষণ ৯-১১ আগস্ট মঙ্গলবার–বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। পটিয়া পৌরসভা মিলনায়তনে বুনিয়াদি ও মাধ্যমিক শিক্ষা অফিস (বেনবেইস) মিলনায়তনে অনুসন্ধানমূলক প্রশিক্ষণ দু’টিতে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী, কর্ণফুলী উপজেলার ৩৫ জন করে মোট ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন জিলহাজ উদ্দিন নিপুন।

১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে ও পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, বিএফইউজে-র সদস্য প্রণব বড়ুয়া অর্নব ও পটিয়া প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর, মাওলানা মোজাহেরুল কাদের, এড. দেলোয়ার হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম, কাজী আয়েশা ফারজানা প্রমুখ।

এর আাগে ৯ আগস্ট পটিয়া পৌরসভা মিলনায়তনে বুনিয়াদি ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আলহাজ্ব মো. আইয়ুব বাবুল। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রাজ্জাক, সৈয়দ শিবলী ছাদেক কফিল, সুমন শাহ্, মো. ওসমান হোসাইন, মো. নুরুল আলম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর