অনলাইন ডেস্ক
শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ছাত্রশিবির সন্দেহে তাকে আটক করা হয়েছে। এছাড়া অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন সিএমপির অতিরিক্ত কমিশনার মান্নান মিয়া।
আটক ওই ছাত্রের নাম নাজমুল হাসান (২৫)। তিনি সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
এব্যাপারে এডিসি আশরাফুল করিম জানান, ‘এখানে (নতুন ব্রিজ) ছাত্র শিবিরের ছেলেদের সংঘবদ্ধ হওয়ার তথ্য পেয়েছি। তাদের প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমেছি। একজনকে আটক করা হয়েছে। প্রচুর পরিমাণ বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কন্ট্রোল গাড়ি এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।’
Leave a Reply