আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সড়কে দুর্ঘটনা রোধে জানতে হবে গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালের অর্থ


অনলাইন ডেস্কঃ রোজার সময় এবং ঈদের আগে সড়কে বেড়ে যায় যান চলাচল। এসময় ট্রাফিক নিয়ন্ত্রণেও হিমশিম খেতে হয় নিয়ন্ত্রণকারী কতৃপক্ষের কর্মকর্তাদের।

গাড়ি ড্রাইভ কিংবা পথ চলতে গিয়ে সড়কের পার্শ্বে, মধ্যিখানে বিভিন্ন স্থানে দেখা যায় হরেক রকমের ট্রাফিক সংকেত। অসংখ্য পথচারী তো বটেই অভিজ্ঞ ড্রাইভাররাও ট্রাফিকদের অঙ্গভঙ্গিনির্ভর ও ব্যানারে উল্লিখিত সংকেতের সঠিক অর্থ বুঝতে পারেন না। কিন্তু সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে এসব সংকেতের অর্থ সড়ক ব্যবহারকারী চালক কিংবা পথচারী উভয়েরই জানা থাকা অত্যন্ত জরুরি। তাই পাঠকদের সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশ কতৃপক্ষের বিভিন্ন সংকেতের অর্থ জানাতে চাটগাঁর সংবাদের এই আয়োজন। সংকেত সম্বলিত ছবিগুলো পাথওয়ে ড্রাইভিং ট্রেইনিং স্কুলের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ছবি: বাধ্যতামূলক হ্যা বাচক চিহ্ন

লাল, সবুজ ও হলুদ বাতি: সড়কের ট্রাফিক সিগন্যাল বাতির অর্থ অনেকেরই জানা আছে। যাদের জানা নেই তারা জেনে রাখুন, লাল বাতি জ্বলে থাকার অর্থ হলো; যান চলাচল বন্ধ রাখতে হবে, হলুদ মানে দাঁড়াতে (অপেক্ষা) হবে এবং সবুজের অর্থ যানচলাচল অব্যাহত রাখা যাবে।

আরও পড়ুন

এছাড়া ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিজ হাতের ইশারায় কিছু সংকেত প্রদান করেন সেগুলোর অর্থ ছবিতে উল্লেখ করা রয়েছে।

ছবি: বাধ্যতামূলক না বাচক চিহ্ন

ট্রাফিক পুলিশ সদস্যের সংকেত ছাড়াও সড়কের বিভিন্ন স্থানে কিছু বাধ্যতামূল হ্যা বাচক এবং না বাচক চিহ্ন থাকে। সেগুলোর অর্থ জানা থাকাও খুব জরুরি।

ছবি: তথ্যমূলক চিহ্ন

তাছাড়া রয়েছে সতর্কতামূলক এবং তথ্যমূলক চিহ্ন। ছবিতে সমস্ত চিহ্নের অর্থ সহজভাবে বুঝানো হয়েছে।

ছবি: সতর্কতামূলক চিহ্ন

প্রসঙ্গত, ২০২৩ সালে বছর জুড়ে চট্টগ্রামের সড়কে দুর্ঘটনায় সহ্রসাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সড়কে চলাচলকারীরা ট্রাফিক নির্দেশনা ও আইন মেনে চললে এসব দুর্ঘটনা উল্লেখযোগ্যহারে কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর