আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই: এটিএম পেয়ারুল


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা অর্জনের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও মেধাবীদের সহায়ক ফাউন্ডেশনের গুরুত্ব অপরিসীম।

মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশন এই এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। একইভাবে শিক্ষাবৃত্তি চালু অত্যন্ত প্রশংসনীয়। যা শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনযোগী হতে উদ্বুদ্ধ করবে।

চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত মখলেসুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে দশ গ্রাম ঘুরেও একজন শিক্ষিত মানুষ পাওয়া যেত না। এখন প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে। সাধারণ শিক্ষার পাশাপাশি এখন মাদ্রাসা শিক্ষায়ও একটা আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ড. সুকান্ত ভট্টাচার্য, মাহমুদা বেগম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, আবু আহমেদ চৌধুরী, ফারহান আফরিন জিনিয়া, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আব্দুচ ছাত্তার চৌধুরী, আব্দুল কৈয়ুম চৌধুরী, ইমরান মুহুরী, রাইসুল ইসলাম চৌধুরী এমিল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর