আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ডাক বিভাগের শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক


১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হওয়া ডাক বিভাগের শহিদদের পূর্ণাঙ্গ তালিকা আজও প্রকাশ করা হয়নি। চাটগাঁর সংবাদ পত্রিকায় (১১ তম ২৫তম সংখ্যা) গত সংখ্যায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে ১৯৭২ সালের একটি প্রজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাধীনতা যুদ্ধে ডাক বিভাগের নিখোঁজ ও শহিদদের তথ্য চাওয়া হয়। কিন্তু হতবাক করা বিষয় হলো, ৪৪ বছর পেরিয়ে ২০১৬ সালেও সেই একই বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। চট্টগ্রামের জিপিওতে নিহত তিনজন শহিদের নামসহ দেশের অন্য বিভাগগুলো শহিদদের নাম সংযোজন করে পূর্ণাঙ্গ তালিকা দেখতে চায় দেশবাসী। ভুলে গেলে চলবে না ১৯৭৩ সালে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্যপদ অর্জন করেছিলো বাংলাদেশ। আজ বিশ^ ডাক দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডাক বিভাগের শহিদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগই হোক প্রধান কর্মসূচি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর