আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শিক্ষক নিবন্ধন: ১৮তম বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ প্রক্রিয়া যেভাবে


অনলাইন ডেস্কঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৯ নভেম্বর, ২০২৩ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের ntrca.teletalk.com.bd -এ ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনও প্রার্থী অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন না।

নিয়োগ প্রক্রিয়া যেভাবে
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা এই তিন প্রক্রিয়ায় আবেদনকারীদের যাচাই করা হবে। প্রার্থীদের এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

এ পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে; পাস নম্বর ৪০%। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর