আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি


চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

পারিবারিক কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা। মাসব্যাপী চলবে বিক্রি।

চট্টগ্রাম জেলায় চিনির চাহিদা ৫৩৫ মেট্রিকটন, মসুর ডাল ৬০০ টন, সয়াবিন তেল ১০ লাখ লিটার। ইতিমধ্যে চট্টগ্রামের গুদামে সব পণ্য চলে এসেছে। এখন পরিবেশকেরা টাকা জমা দিয়ে পণ্য নিয়ে যাবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, আজ থেকে চট্টগ্রাম নগরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর