আজ ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক হস্তান্তর করছেন মোহাম্মদ নাছির

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’


অনলাইন ডেস্কঃ শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) নেতা মোহাম্মদ নাছির। সম্প্রতি পটিয়ার শোভনদন্ডী, খরনা, কচুয়াই, বড়লিয়া, জিরি ইউনিয়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন পটিয়া পৌরসভার ৩য় বর্ষ পূর্তিতে সাংবাদিক সম্মেলন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগে-সব সময় অসহায় মানুষের পাশে আছেন। যারা অসুস্থ তাদেরও তিনি ভুলে যাননি, সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী, যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনাই হচ্ছে কাউকে পিছে রেখে নয়-সবাইকে সমান সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে যাওয়া, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর