আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সেন্ট মেরীস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


রিয়াদুল আলমঃ

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় আগ্রহী করার আহবান জানিয়ে নগরীর জামালখানে অবস্থিত সেন্ট মেরীস স্কুলে বিগত ২৪ ও ২৫ জানুয়ারি প্রাতঃ ও দিবা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার ১ম দিনে প্রাতঃ বিভাগ ও ২য় দিনে দিবা বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিস এর আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার (সিএসসি), অবিভাবক প্রতিনিধি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফাদার পংকজ ইগ্নেশিয়াস পেরেরা, প্রধান শিক্ষক সিস্টার মেরী সংগীতা ও স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ। স্কুলের প্রাতঃ ও দিবা বিভাগের কেজি শ্রেনী হতে ৮ম শ্রেনীর সকল শিক্ষার্থী অতীব আনন্দের সাথে স্ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের আনন্দ দিতে “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং নির্বাচিত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর