আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ভল্ট অক্ষত আছে: সিআইডি


অনলাইন ডেস্কঃ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো অর্থ খোয়া যায়নি। মঙ্গলবার (২ এপ্রিল) দুর্বৃত্তদের তাণ্ডবের পরও ব্যাংকের ভল্ট অক্ষত আছে। বুধবার (৩ এপ্রিল) বিকালে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

সিআইডি কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, ‘সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় অবস্থান করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। অস্ত্রধারীরা হয়তো ব্যাংকের ভল্ট খুলতে ব্যর্থ হয়েছে। ঘটনার পরে ব্যাংকের ভল্ট খুলে টাকা গোনা হয়েছে। মঙ্গলবার অফিস শেষে রাখা এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটাই রয়েছে।’

আরও পড়ুন বান্দরবানে সোনালী ব্যাংক থেকে ‘কোটি’ টাকা লুট করেছে দুর্বৃত্তরা

প্রশাসন ও স্থানীয়রা জানান, কেএনএফ সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে পাহারায় থাকা আনসার সদস্যদের কাছ থেকে দুটি এসএমজি (লাইট মেশিন গান) ও ৬০টি গুলি, ৮টি চীনা রাইফেল ও ৩২০টি গুলি এবং ৪টি শটগান ও ৩৫টি কার্তুজ নিয়ে গেছে।

এ সময় সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকেও সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। অভিযান চালানোর পরও আজ সারাদিনে তার খোঁজ মেলেনি।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর