আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারায় সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ’র ইফতার সামগ্রী বিতরণ


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ

সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে আনোয়ারা উপজেলার বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ১ম ধাপে অসহায় ও দুস্ত ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী, ছোলা, তেল, খেজুর, মুড়ি, চিড়া, সেমাই, পিয়াজ, আলু, চিনি, বিতরণ করা হয়। ২৪ মার্চ সকালে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বটতলী স্কুলের শিক্ষক মো. ইলিয়াছ, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো. হেলাল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগম, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. তরিকুল ইসলাম নাহিদ, পরিচালক সাঈদ হোসেন আসিফ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদস্য যথাক্রমে, ইফতাকুল হক মুরশেদ, আকরাম খান, মহিলা সদস্য সুমাইয়া সীমা, আসমা, মো. রফিক, হৃদয় প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ম ও মধ্যবিত্ত পরিবার খুব অসহায় অবস্থায় দিন পার করছে এই অবস্থায় তাদের পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ’র পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রামে ২ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ১৫শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করবে বলেও জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর