আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহ আমানত বিমানবন্দরে রানওয়েতে যাত্রী নিয়ে দুই ঘণ্টা আটকা বিমান


নিউজ ডেস্ক: সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি ১৩৮ যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে।

শনিবার (৫ জুলাই) অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়েতে আটকে যায় বিমানটি।

সেটিতে ছিলেন ৩৮৭ জন হাজী ও প্রবাসী যাত্রী।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মদিনা থেকে বিমানটি শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করার পর চট্টগ্রাম বিমানবন্দরে বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ৯টায় অবতরণ করে।

এরপর রানওয়ে-২৩ প্রান্তে হঠাৎ আটকে যায়। রানওয়ে ২ ঘন্টা বন্ধ থাকায় ১টি আন্তর্জাতিক এবং ৩টি অভ্যন্তরীণ ফ্লাইটের সময় বিলম্বিত হয়েছে। সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট-৪০২ ৩ ঘন্টা ৮ মিনিট দেরিতে ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়। অভ্যন্তরীণ রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-৬১২ ঢাকার উদ্দেশ্যে ৪৭ মিনিট দেরিতে ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-১০৫ (ঢাকা থেকে ডিপার্চার টাইম ছিলো ৯টা ৩০ মিনিট) এবং এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪১৫ (ঢাকা থেকে ডিপার্চার টাইম ছিলো ১০টা ৩০মিনিট) চট্টগ্রামের উদ্দেশ্যে দেরিতে যাত্রা করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘন্টা বন্ধ ছিলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর