আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইমাম হোসাইন (রা.) ন্যায় ও সত্যের পথে আপসহীন ছিলেন


আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ওষখাইন আলী নগর দরবার শরীফে ওষখাইন শাহ আলী রজা (রাঃ) আলিম মাদ্রাসা ময়দানে ৯নং পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জমাআতের ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী দিবসে বক্তারা বলেন, প্রিয় নবীজীর আওলাদ ইমাম হোসাইন (রহ.) দ্বীন ইসলামের স্বকীয়তা তথা বিকৃতির হাত থেকে রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। কারাবালা প্রান্তরে হোসাইনী কাফেলা ইসলামের সুউচ্চ মিনারকে সমুন্নত ও অমলীন রাখার দায়িত্ব পালন করেছেন। কারবালার মূল শিক্ষা ও চেতনা হলো সত্যের পথে অবিচল থাকা, অন্যায়ের প্রতি মাথা নত না করা, কোন আপোষ না করা। তাঁদের ত্যাগের কারণে ইসলামের মহিমা উজ্জ্বল হয়েছে, ইসলাম পেয়েছে নব-চেতনা। পক্ষান্তরে ইয়াজিদীরা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। অন্যায়, অসত্য, অনৈতিকতা ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মাথা নত না করাই কারবালার মূল শিক্ষা। কারবালার চেতনা ও শিক্ষা অন্তরে ধারণ করে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শালোকে জীবন পরিচালনা করতে হবে।

গত রোববার মাদ্রাসার ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা হযরত শাহ ছুফি ইলিয়াছ রজা (মা.জি.আ.)।ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা মাওলানা নেছার মিয়া সঞ্চলনায় মাহফিলে তকরির করেন, রাউজান গহিরা এফকে জামেউল উলুম কামিল মাদ্রাসা মুহাদ্দিস,মুফতি মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আলকাদেরী,আগ্রাবাদ মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী কাসেমী,চাঁদপুর কাদেরীয়া চিশতিয়া হোসাইনিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান কাদেরী। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া।শেষে মুসলিম জাহানের শান্তি কামনা করে আখেরী মুনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর