Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

এডিসের লার্ভা, রাস্তায় আবর্জনা: চসিকের কড়াকড়ি অবস্থান


নিজস্ব প্রতিবেদকঃ নির্মাণাধীন ভবনের নীচে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় এবং সড়কে নির্মাণ সামগ্রী রাখা, আবর্জনা ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৬৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংস করার লক্ষ্যে এ অভিযানে নেমেছিল চসিক কতৃপক্ষ।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌস এর নেতৃত্বে নগরীর কাতালগঞ্জন, মির্জাপুল, পাঁচলাইশ থানার মোড়, প্রবর্ত্তক মোড় ও গোলপাহাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড ৪৫ হাজার

পরিদর্শনকালে নির্মাণাধীন ভবনের নীচে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ওয়াজিহুম বাগকে ২৫ হাজার, কাতালগঞ্জের আশিয়ার্সহোম ট্রাপকে ৩০ হাজার, মেয়াদোর্ত্তীণ দধি বিক্রি করা ও দোকানের সামনে আবর্জনা পাওয়ায় হোম রেসিপিকে ৫ হাজার টাকা রাস্তায় বালি রাখার দায়ে ফিনলে প্রপার্টিজকে ২ হাজার টাকা, রাস্তায় আবর্জনা ফেলার দায়ে মদন দাশ মেথরকে ২ হাজার এবং দোকানের সামনে আবর্জনা ফেলার দায়ে মোরশেদ স্টোরকে ১ হাজার ৫শত টাকা সহ মামলা রুজু পূর্বক সর্বমোট ৬৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেন চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। এছাড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।


Related posts

লালদীঘি মাঠে জব্বারের বলীখেলা শুক্রবার, প্রধান সড়কে বসবে না মেলা

Saddam Hossain

ডিজিটাল লটারির কারণে ভর্তিতে তদবির বাণিজ্য বন্ধ: শিক্ষামন্ত্রী

Chatgarsangbad.net

লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

Chatgarsangbad.net

Leave a Comment