আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষীপুর

লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা


‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৬টি স্টলে সরকারি বিভিন্ন দফতর ও উদ্যোক্তরা অংশগ্রহণ করে।

বিকালে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে বলে জানান আয়োজকরা।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর