আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: শপথ নিচ্ছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ

শপথ নিলেন চতুর্থ ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কক্সবাজারের টেকনাফ উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার সিদ্দিকী অংশগ্রহণ করেন এবং শপথ গ্রহণ করেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে শপথ গ্রহন করেন, চট্রগ্রাম জেলার বাশখালী, লোহাগাড়া, পটিয়া, কুমিল্লা জেলার হোমনা, চৌদ্দগ্রাম, লাঙ্গলকোট, চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয় নগর, নবীন নগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ শপথ গ্রহন করেন।

আরও পড়ুন চন্দনাইশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা

১৫ মে স্থানীয় সরকার বিভাগের উপজেলা ১ এর জারিকৃত অধ্যাদেশ অনুসারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের ২৩ জুন জারিকৃত অধ্যাদেশের আলোকে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উখিয়া-টেকনাফের সাবেক দুইবারের সাংসদ টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা সোনা আলী, ১২ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেকনাফের শতশত দলীয় নেতা-কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর