আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ কী?


অনলিইন ডেস্কঃ নতুন শিক্ষাক্রম অনুসারে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়ের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া ‘নৈপুণ্য অ্যাপ’ ব্যবহার করে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়ন ও মূল্যায়ন সংশ্লিষ্ট কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এবং শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সম্প্রতি নতুন শিক্ষাক্রমে (কারিকুলামে) শিক্ষার্থী মূল্যায়নের জন্য ‘নৈপুণ্য অ্যাপ’ বিস্তরণের উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীর সারাজীবনের শিখনকালীন সময়ে যা যা শিখবে তার সবকিছুই অ্যাপটিতে সংরক্ষণ করে রাখা হবে। শিক্ষার্থীরা কী কী দক্ষতা অর্জন করছে, কোন কোন ক্ষেত্রে পিছিয়ে থাকছে সবকিছু জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘অনেকে বলছেন, নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে না, ধর্মশিক্ষাও থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে— অন্য বিষয়ে মূল্যায়ন যেমন হবে, ধর্মীয় শিক্ষাও সেভাবেই মূল্যায়ন করা হবে। আমরা শিক্ষার সঙ্গে জীবন এক করে দিতে চাই। ছাত্র-ছাত্রীরা এখন জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হবে। চার দেয়ালের মধ্যে এখন আর শিক্ষার সীমাবদ্ধ থাকবে না।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘পরীক্ষা শেষে শিক্ষার্থী কতটুকু শিখলো, তার শেখাটা জীবনের সঙ্গে সমাজের সঙ্গে রিলেট করতে পারছে কিনা কারিকুলামে ছিল না। নতুন কারিকুলামে তা আসছে। মূল্যায়নের অনেক টুল ডেভেলপ করেছি তার একটি হচ্ছে ‘নৈপুণ্য অ্যাপ’। আমরা শিক্ষার্থী কতটুকু অ্যাপ্লাই করতে পারলো আর কতটুকু দরকার ছিল তা জানা যাবে। শিক্ষকের টিচিং ম্যাথডে দুর্বলতা আছে কিনা তা জানা যাবে।’

শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম এ প্রসঙ্গে বলেছেন, ‘নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে। নতুন শিক্ষা কারিকুলামে মুখস্তবিদ্যা থেকে বের হতে পারবো।’

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর