আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বাসস

স্বাস্থ্যখাতে অবদানের স্বীকৃতি, আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর প্রধানমন্ত্রী


বাংলাদেশের স্বাস্থ্যখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউণ্ডেশনের (আইডিএফ) গ্লোবাল অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত চিকিৎসাপ্রার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রথমবারের মতো এ সম্মাননা খেতাব দেয়া হয়।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৪ আগস্ট (২০২২) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন আইডিএফ প্রেসিডেন্ট অধ্যাপক আখতার হুসেন। এরপর ৫ ডিসেম্বর পর্তগালের লিসবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ  সম্মাননা ঘোষণা করা হয়। শেখ হাসিনার পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ প্রধানমন্ত্রীর হাতে এই পদক ও সম্মাননাপত্র তুলে দেন।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর