আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে না গণপরিবহণ


শিহাব উদ্দিন শিবলু, মীরসরাই প্রতিনিধিঃ বিএনপি ও জামায়াতের ডাকে তিন দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গণপরিবহণ না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসমুখী লোকজনকে। অনেকে বাস না পেয়ে লেগুনা ও সিএনজি অটোরিক্সাযোগে গন্তব্যে গেছেন।

মীরসরাইয়ের ধুমঘাট থেকে সীতাকুন্ডের সিটি গেইট পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় মানুষের ভরসা ছোট লেগুনা পরিবহন। তবে তার জন্য বেশি ভাড়া গুনতে
হচ্ছে যাত্রীদের।

সিটি গেইট থেকে মীরসরাই সদরে আসা ব্যাংকার ফাউজুল কবির জানান, সিটি গেইট থেকে প্রতিদিন বাসে ১শ’ টাকায় মীরসরাই আসি। আজ অবরোধের কারণে বাস না থাকায় বাধ্য হয়ে লেগুনাতে আসতে হয়েছে। সময় লেগেছে বেশি, ভাড়া দিতে হয়েছে ২৫০ টাকা। এর কমে আসতে চাইছেনা।

এদিকে সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ বিজিব টহল দিচ্ছে পাশাপাশি ব্যস্ত স্থান গুলোতে সরকার দলীয় লোকজন অবস্থান নিয়েছে।
এসময় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের কোথাও দেখা যায়নি। সোমবার (৩০ অক্টোবর) রাতে মীরসরাই, জোরারগঞ্জ থানা ও সীতাকুন্ড উপজেলায় পুলিশের সাথে
সমন্বয় করেছে বিজিবি মোতায়েনের পরপর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে বিজিবি।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, ‘রামগড় ও চট্টগ্রাম ব্যাটালিয়ন থেকে চার প্লাটুন বিজিবি মিরসরাই ও জোরারগঞ্জ থানায় মোতায়েন করা হয়েছে৷ আগামী ৩ দিন অবরোধে মহাসড়কে যেকোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কবির হোসেন ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ‘যে কোনো ধরনের নাশকতা এড়াতে সোমবার রাত থেকে পুলিশ থানা এলাকায় ডিউটি করছে। এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘চলমান রাজনৈতিক পরি¯ি’তিতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকর্তা প্রতিরোধে মীরসরাই উপজেলায় পুলিশের পাশাপাশি ৮ বিজিবি চট্টগ্রাম থেকে ২ প্লাটন, ৪৩ রামগড় বিজিবি থেকে ২ প্লাটন বিজিবি মোতায়েন করেছেন জেলা প্রশাসক স্যার। জণগণের নিরাপত্তায় যেকোনো তথ্য দিয়ে উপজেলা প্রশাসনের পাশে থাকবেন।’

উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষাণা দিয়েছে বিএনপি জামায়াত সহ কয়েকটি দল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর