আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এসডিজি বাস্তবায়নে আইন প্রচার ও প্রয়োগ করুন


সম্পাদকীয়ঃ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে যে ১৭টি বিষয়ে খেয়াল দিতে হবে তন্মধ্যে ১৬ নাম্বারে উল্লেখ রয়েছে শান্তি, ন্যায় বিচার ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি। এর মাধ্যমে সকল প্রকার দুর্নীতি ও ঘুষ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা সম্ভব এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠানের বিকাশ ঘটানো যায়।

চাটগাঁর সংবাদ পত্রিকার ১২তম বর্ষের ৯ম সংখ্যায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেগুলোতে আইন প্রয়োগ ও প্রচারণার সংশ্লেষ রয়েছে। প্রতিবেদনগুলোতে করাতকল আইন, কৃষিজমির সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার বিষয়গুলো উঠে এসেছে।

আরও পড়ুন ইশতেহার বাস্তবায়নে সদিচ্ছা জরুরি

এক্ষেত্রে আইনের প্রচার ও প্রয়োগ অত্যন্ত জরুরি। এ কথা মিথ্যে নয়, আইন প্রয়োগের ফলে সুশাসন; স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক শক্তিশালি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা যায়। এছাড়া আইন প্রচারের ফলে জনমনে আইনের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

দেশের প্রান্তিক পর্যায়ে অসংখ্য করাতকল আইন অমান্য করে চলছে, এছাড়া কৃষি জমির সেচে আবহমান কাল ধরে ব্যবহৃত হচ্ছে ভূগর্ভস্থ পানি। অথচ করাতকল পরিচালনায় কিংবা কৃষিজমির সেচ ব্যবস্থাপনায় প্রণীত আইনগুলো হরহামেশা লঙ্ঘিত হচ্ছে। এ দেশে আইন আছে, শাস্তির ব্যবস্থাও আছে; আবার আইন অমান্যের নৈতিক অবক্ষয়, শিক্ষা ও সামাজিক সচেতনতার অভাব এবং আইনের সঠিক প্রয়োগ না থাকার প্রচলনও রয়েছে। কিন্তু সভ্য ও সুশীল সমাজ গড়তে বিচক্ষণতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিকল্প কিছু নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর