আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আইআইইউসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর স্প্রিং ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। শনিবার (২৩ ডিসেম্বর) আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার। বক্তব্য রাখেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানি ও আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, আজকে এখানে উপস্থিত নবীন শিক্ষার্থীরা নিজের, বাবা মায়ের ও পরিবারের অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। নবীন এই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগী হতে আইআইইউসি বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ট্রাস্টি বোর্ড গঠণের পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ শিক্ষায় ও অবকাঠামোগত যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালগুলির মত আইআইইউসিতেও এখন ভর্তিযুদ্ধ হয়। আইআইইউসির শিক্ষার্থীরা বর্তমানে নাসা, গুগল সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের নাম উজ্জ্বল করছে। আমি নবীন শিক্ষার্থীদের বলতে চাই, ভালো পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা জীবনে অত্যন্ত জরুরী। একজন জ্ঞানী ও ভালো মানুষই একটি উন্নত জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শামীমুল হক চৌধুরী, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সেন্টার ফর রিসার্চের মহা পরিচালক প্রফেসর ড. নাজমুল হক নদভী সহ ফ্যাকাল্টি ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইআইইউসির প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন।

পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলওয়াত করেন জনাব আতিকুল ইসলাম। এরপর আইআইইউসি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর স্প্রিং-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ১৬৫৪ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর