আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘সংঘর্ষ-সংঘাত কারোরই কাম্য নয়’


অনলাইন ডেস্কঃ বান্দরবানের রুমা ও থানচিতে ঘটে যাওয়া ঘটনা খুবই নিন্দনীয় উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা কমিটি রয়েছে। তাদের সঙ্গে কিংবা জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, আনসার ও র‌্যাব সদস্যরা রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে শান্তি আলোচনার মাধ্যমে বিপদগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। শান্তি আলোচনার পথ এখনো খোলা রয়েছে। সংঘর্ষ বা সংঘাত কারোরই কাম্য নয়।’ বুধবার (১৭ এপ্রিল) বিকালে বান্দরবান সদরে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ‘অবৈধ অস্ত্রধারী বা সংগঠনের কাউকে ছাড় দেওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান। বিপথগামীরা যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে ততদিন এ অভিযান চলমান থাকবে।’

আরও পড়ুন বান্দরবানের রুমায় স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে সকালে রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিজি। পরে দুপুর আড়াইটার দিকে সার্কিট হাউজে জেলার বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

এসময় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, র‌্যাব পরিচালক (এয়ার উইং) লে. কর্নেল মীর আসাদুল আলম, র‌্যাব পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কর্নেল আবু নাঈম মো. তালাত, পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪ডটকম


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর