আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পাঠাগার উদ্বোধন

চন্দনাইশের সেবন্দিতে গণপাঠাগার উদ্বোধন করলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি


চন্দনাইশ সংবাদদাতাঃ চন্দনাইশের বরমা ইউনিয়নের সেবন্দিতে গণপাঠাগার উদ্বোধন করলেন পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। পাঠাগারটির নাম রাখা হয়েছে ‘সালমা খাতুন- সৈয়দ হেসামুদদ্বীন আহমদ- রোকেয়া হাসনাত পাঠগার’।

সম্প্রতি এ উপলক্ষে সেবন্দি সুফিয়া খাতুন মাদরাসা- হেফজ ও এতিমখানা মিলনায়তনে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলহাজ্ব সৈয়দ আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আবু ছাদেক মো. মুছা,  চট্টগ্রাম ওয়াসা প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজদৌল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোজাফফর আহমদ, টুরিস্ট পুলিশের এসপি শাহীন ইকবাল, কোরিয়ান প্রকৌশলী এম চোহ (M. Chowgh), মক্কা আওয়ামীলীগের আহবায়ক মো. মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক ও শ্রী বলরাম চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। অন্যদের মধ্যে আলোচনা করেন- ইসলামী ব্যাংকের এসভিপি আবুল কালাম আজাদ, এডভোকেট নাজিম উদ্দীন, বরমা কলেজ গভর্নিং বডির সদস্য এস এম সেলিম, বরমা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কৃষ্ণ চক্রবর্ত্তী, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সদস্য মো. শাখাওয়াত হোসনে টিপু, বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো. নওশা মিয়া, অধ্যাপক মাওলানা সৈয়দ মঈনুদ্দীন, খোন্দকার ইমদাদুল হাসান সুজন, মো. নাছির উদ্দীন, মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ বেলাল, হাফেজ মুহাম্মদ ছিদ্দিক, আজিজুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর