Hom Sliderবাংলাদেশ

তথ্যমন্ত্রীর সাথে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী। আজ সোমবার ( ১২ সেপ্টম্বর) তথ্যমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ করেন এ বিদায়ী রাষ্ট্রদূত।

এসময় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে আলাপ হয়। বায়োপিকটি এ বছরই মুক্তির আশা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ কাজ শেষ। প্রধানমন্ত্রী দেখার পর চলচ্চিত্রটি চূড়ান্ত হবে করে সেটি মুক্তি পাবে।

বিক্রম দোরাইস্বামীর অবস্থানকালে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের বন্দর ব্যবহার করে আমরা অন্য দেশেও রপ্তানি করতে পারবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ নিবিড় ও মজবুত হচ্ছে। এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশ্বাস করি।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে দেশটির দূত হিসেবে যুক্তরাজ্যে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন দোরাইস্বামী। এর আগে ২০২০ সালের আগস্টে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান বিক্রম কুমার দোরাইস্বামী।

 


Related posts

মহেশখালীতে হত্যা,অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

Md Maruf

কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Chatgarsangbad.net

চট্টগ্রামে একাদশে কলেজ পায়নি কয়েক হাজার শিক্ষার্থী

Chatgarsangbad.net

Leave a Comment