আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. আলমগীরের সমর্থনে উঠান বৈঠক


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য দোহাজারী পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ‘গাজর’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৎ, নির্ভীক ও কঠোর পরিশ্রমী নিরলস সমাজসেবক আলহাজ্ব মো. আলমগীর। তাঁর সমর্থনে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ কিল্লাপাড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির অন্যতম সর্দার আব্দুল মতলব সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সূচনা বক্তব্য রাখেন- সামশুদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব বাহাদুর ইসলাম সওদাগর। বক্তব্য রাখেন, ব্যাংকার আহমদুর রহমান, দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির অন্যতম সর্দার ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, জানে আলম, সিরাজুল ইসলাম মুন্সি, ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মিয়া, আহমদ মিয়া, শফিউল আলম পারভেজ, আব্দুর রহিম, নাসির উদ্দিন, ওমর আলী, বাদশা মিয়া, মোহাম্মদ শাহজাহান প্রমূখ।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘গাজর’ মার্কায় ভোট প্রার্থনা করে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলমগীর বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছি। নৈতিকতা ও আদর্শ নিয়ে জনসেবা ভিত্তিক একটি মডেল ওয়ার্ড গঠনে কাজ করাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শক্রমে ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ন্যায় বিচার ও সামাজিক মূল্যবোধ তৈরি করতে আন্তরিক প্রচেষ্টা চালাবো। ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো। আমার দ্বারা সাধারণ মানুষ তিল পরিমাণ কষ্ট পাবে না। জীবনের বাকী সময়টুকু জনগণের সেবায় কাটিয়ে দেবো। রাস্তাঘাট নির্মাণ ও আধুনিকায়ন করার পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে আলোকসজ্জার ব্যবস্থা করবো। জনসাধারণ যাতে হয়রানি না হয় সেজন্য জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সনদপ্রাপ্তি সহজলভ্য করবো। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা সহ সরকারি বিভিন্ন সহযোগিতা ও ভাতা বিতরণে স্বজনপ্রীতি না করে সুষম বন্টন করবো। স্কুল, কলেজ, মসজিদ-মন্দির, মাদ্রাসার সার্বিক উন্নয়ন সর্বোপরি গরিবদুঃখী ও অসহায় মানুষের কল্যাণ সাধন করবো। উন্নত- সমৃদ্ধ এবং স্মার্ট ওয়ার্ড গঠনের প্রত্যাশায়, ব্যবসায়ী, ধনী, মধ্যবিত্ত, গরিবদুঃখী মেহনতি শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর