আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে বিএসআরএম-এর এমডি


বিএসআরএম–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির আলী হোসাইন মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এসময় বিএসআরএম– এর পরিচালক (ফাইন্যান্স) মো. জোহর তাহের আলী উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের নিওনেটাল বিভাগসহ বিভিন্ন বিভাগসমূহ পরিদর্শন করেন। এরপর হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আমির আলী হোসাইন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে বিএসআরএম দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। হাসপাতালের নিওনেটলজি, ক্যান্সার বিভাগসহ বিভিন্ন বিভাগের জন্য বিএসআরএম সহযোগিতা করে আসছে। করোনাকালেও বিএসআরএম–এর পক্ষ থেকে আমরা পিপিই, মাস্কসহ প্রচুর মেডিকেল সামগ্রী প্রদান করেছি। ভবিষ্যতেও বিএসআরএম–এর এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, হাসপাতালের চাহিদার প্রেক্ষিতে সম্প্রতি বিএসআরএম–এর পক্ষ থেকে মা ও শিশু হাসপাতালে আমরা বেশ কিছু রোড ডিভাইডার প্রদান করেছি। তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সেবার খুবই প্রশংসা করেন এবং সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। গরীব রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াজির আহমেদ, অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অলক নন্দী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, বিএসআরএম–এর পক্ষ থেকে সম্প্রতি হাসপাতালের নিওনেটলজি বিভাগের জন্য ৪টি উন্নতমানের বেবি ওয়ার্মার, ১টি ফটোথেরাপি মেশিনসহ প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মেডিকেল যন্ত্রপাতি অনুদান হিসেবে প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর