নিজস্ব প্রতিবেদক
আসন্ন চট্টগ্রাম ৮ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল শাখা, চান্দগাঁও থানা শাখা, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড ও ৫ নং মোহরা ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, শিল্পাঞ্চল শাখার সভাপতি এস এম আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম দুলাল, জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা শাখার সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নেছার উল্লাহ খাঁন, কালুরঘাট শিল্পাঞ্চল শাখার কার্যকরী সভাপতি এস এম আনোয়ার মির্জা, সহ-সভাপতি গোলজার হোসেন নয়ন, চান্দগাঁও থানা শাখার সিনিয়ার সহ-সভাপতি জোহরা বেগম, সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম (আবু সাদ ), যুগ্ন সাধারণ সম্পাদক এমরান হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা সিরাজুন নূর, শ্রমিক কল্যাণ সম্পাদক আবুল কালাম, কালুরঘাট শিল্পাঞ্চল শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ৫ নং মোহরা ওয়ার্ড শাখার সভাপতি দীপঙ্কর ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান টিটু, আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা মোঃ হারুন অর রশিদ ও দিলুয়ারা বেগম।
গণসংযোগ কালে সকলেই জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরেন এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে নোমান আলী মাহমুদকে বিজয়ী করার জন্য বলেন।
Leave a Reply